শিরোনাম:
নওগাঁর পত্নীতলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার  বোয়ালমারীর সাতৈর বাজার বণিক সমিতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু চলবে বিকেল পর্যন্ত বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ গ্রেপ্তার একজন গোপালগন্জের টুঙ্গিপাড়ায় শাখার কমিটি ঘোষণা ভিপি নুরের দলের নওগাঁয় সাম্প্রদায়িত সম্প্রতি ছাত্র-যুব-জনতা,ঐক্য পরিষদের আলোচনা সভা বরিশালের হিজলায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাসচেতনতামূলক সভা আমতলীতে জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট। গঙ্গাচড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে ভুয়া প্রশংসাপত্র দেওয়ার অভিযোগ

বোয়ালমারীর সাতৈর বাজার বণিক সমিতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু চলবে বিকেল পর্যন্ত

বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
800ভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে ১২ বছর পর সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে নির্বাচন শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান দুপুর দেড়টা পর্যন্ত ৫৩৭ ভোট কাস্ট করা হয়েছে। মোট ১২৯৬ ভোট। ৩টা বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হবে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সভাপতি ও সাধারণ দুটি পদে চার জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশন মো.আফজাল হোসেন ।

ভোটার মো. জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫ বছরের প্রতিক্ষার পরে বণিক সমিতির নির্বাচনে ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগছে।

সাধারণ সম্পাদক প্রার্থী মো সহিদুল ইসলাম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পরে আনন্দ উল্লাসের মধ্যেদিয়ে ভোট চলছে। আমি বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে মডেল বাজার করে গড়ে তুলবো।

সভাপতি প্রার্থী সৈয়দ শফিকুল আজম মাকুল বলেন, সুষ্ঠু ও নিরাপদে ভোট গ্রহণ চলছে। এভাবে ভোটাররা ভোট দিতে পারলে আমি বিজয়ী হবো। আমি বিজয়ী হতে পারলে বাজারে কোন দূর্নীতি অনিয়ম থাকবে না।

সভাপতি প্রার্থী খন্দকার নাজিরুল ইসলাম বলেন, আমি নির্বাচনে জয়ী হলে বাজার ব্যবসায়ীদের সর্ব প্রকার নিরাপত্তা জোরদার করবো। সেই সাথে ওজনের পরিমাপও সঠিক রাখবো। কোন প্রকার অনিয়ম বা দূর্নীতির জায়গা হবেনা সাতৈর বাজারে। বাজারে টয়লেট সহ ড্রেন ও পরিস্কার পরিচ্ছন্নতা রাখবো।

সাতৈর বাজার বণিক বহুমুখি সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যাপ্ত পরিমান নিরাপত্তা রক্ষার্থে পুলিশ, এনএসআইসহ, অন্যান্য সংস্থা নিয়োগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x