চট্টগ্রামের বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিবকে (২৪) মালেয়শিয়া পালানোর সময় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিউদ্দিন সাকিব উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক তুফান আলী মুন্সী বাড়ির আব্দুল মোনাফের ছেলে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার।তিনি জানান, গত ১৮ নভেম্বর সোমবার সকাল ৭টার দিকে আসামি মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে মালেয়শিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। এরপর খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
গত ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ঘরে একা পেয়ে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করেছিল মহিউদ্দিন সাকিব।
এ ঘটনায় ৫ শ্রেণি পড়ুয়া ওই শিশুটির মা বাদী হয়ে ১৭ আগস্ট তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও মহিউদ্দিন সাকিব আত্মগোপনে চলে যায়। সম্প্রতি সে বিদেশ পালিয়ে যেতে পারে মর্মে তথ্য পাওয়ায় ইমিগ্রেশনকে চিঠি দিয়ে জানানো হয়েছিল।