শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ।

আলফাডাঙ্গায় টিআর,কাবিখা,কাবিটা প্রকল্পের দশ লক্ষ টাকা বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও’র ভেনিটিব্যাগে

আরিফুজ্জামান চাকলাদার ফরিদপুর
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
24.4kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গায় টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজ কাগজে কলমে শতভাগ দেখিয়ে দশ লাখের মত টাকার বেশী বেমালুম হরিলুট হয়েছে। দেখার যেন কেই নেই।কোথাও কোন কাজ না করেই বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে ও ইউএনও সারমীন ইয়াছমীন। প্রকল্পের কাজে তদারকির সঙ্গে জড়িত কর্মকর্তারাও এই অনিয়ম-দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২, ২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় উপজেলার পরিষদে ৭টি বরাদ্দ ভাগিয়ে নেয়। যা গত ২২ সালে এবং ২৪ সালের ৩০ জুন মেয়াদ শেষ হয়েছে। সব প্রকল্প কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে দশ লক্ষ টাকার নিচে বেমালুম গায়েব করা হয়েছে।

অনুসন্ধান রিপোর্টে জানা যায়, উপজেলার ২২-২৩ অর্থ বছরের টিআর উপজেলা পরিষদের ভিতর সৌন্দর্য বর্ধন দুই লক্ষ,মুজিব শতবর্ষ পার্কের রাইড ক্রয় আড়াই লক্ষ উভয় কাজের পি আই সি সভাপতি বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু,। মুজিব শতবর্ষ পার্কের সৌন্দর্য বর্ধন আড়াই লক্ষ কাজের পিআইসি একই ইউনিয়নে ইউপি সদস্য আবুল বাসার। ২৩-২৪ অর্থবছরের কাবিখা প্রকল্পে উপজেলা পরিষদের অভ্যন্তরে মাঠ ভরাট তিন মে. টন অনুমান বাজার দর এক লক্ষ এগারো হাজার পিআইসি সভাপতি বুড়াইচ ইউনিয়ন সদস্য সোহেল হোসেন। কাবিখা/কাবিটা প্রকল্পে উপজেলা শিল্পকলা একাডেমি ও ক্রিয়া সংস্থা উন্নয়ন সংস্কার প্রকল্পে আশি হাজার টাকা ও টিয়ার প্রকল্পে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উন্নয়ন ৭৬৭৪৮ টাকা উভয় পিআইসি সভাপতি সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ।

ইউপি সদস্য আবুল বাসার বলেন,আমি কোন প্রকল্পের সই স্বাক্ষর ও টাকা উত্তোলন করি নাই এবং কোন কাজও করি নাই, বিভিন্ন সময় কাজের অগ্রিম স্বাক্ষর রেখে দেয়।

পৌর সাবেক কাউন্সিল হারুন অর রশিদ বলেন,আমি দুইটি কাজে সভাপতি হয়ে সই স্বাক্ষর ও টাকা উত্তোলন করে ইউএনও সারমীন ইয়াছমীনের কাছে দিয়েছি।ওনি কাজ করেছে কিনা অথবা করবে কি না জানার সেই ক্ষমতা আমাদের নেই,আমরা ওনার অধিনস্ত ।তবে জানা মতে কোন কাজ করেনি।

এ প্রকল্পের সভাপতি বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, আমার যারা জনপ্রতিনিধি আছি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কোন কিছু বললে শুনতে বাধ্য থাকি।বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও স্যাররা প্রকল্প দিয়ে থাকে,আমরা সই স্বাক্ষর করে দেই উনার টাকা উত্তোলন করে নেয়।সেটার তদারকি করার ক্ষমতা কি আমাদের আছে?

এলাকাবাসির অভিযোগ,সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রকল্প এলাকার শুরুতে ও শেষে প্রকল্পের বিবরণ ও কমিটির তথ্য সম্বলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও কোথাও কোনো সাইনবোর্ড লাগানো হয়নি। ফলে কত টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং কারা ওই প্রকল্পের সভাপতির দায়িত্ব কারা পালন করছেন তা এলাকার মানুষ জানেন না। এভাবেই কাগজে-কলমে প্রতিটি প্রকল্পে শতভাগ কাজ দেখিয়ে ত্রাণ কর্মকর্তা ও ইউএনও সমূদয় টাকা হরিলুট করেছে বলে এরাকাবাসির অভিযোগ।

ঘটনার সত্যতা জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের অফিসে গেলে তিনি অফিসিয়ালি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তবে তিনি আন
অফিসিয়ালি নিজের এবং ইউএনওর দ্বায় স্বীকার করে বলেন, আমি এবং আগের ইউএনও টাকা উত্তোলন করেছি, নগদ টাকা বর্তমান ইউএনও শারমিন ইয়াছমিনের ভেনেটিব্যাগে আছে।

পরবর্তীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে একাধিকবার মুক্ত খবর প্রতিবেদককে ফোন করে উপাজেলা সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে নিয়ে সংবাদ প্রচার না করতে বিশেষ অনুরোধ করে টাকার অফার করেন।

তৎকালীন ইউএনও রফিকুল হককে এ বিষয়ে তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুক্ত খবরকে বলেন, ওই প্রকল্পের নয় লক্ষ টাকার বেশি দশ লক্ষ টাকার কম একজাক্ট মনে নেই উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলামকে সামনে রেখে তৎকালীন এসিল্যান্ড রজত বিশ্বাস এর কাছে বুঝিয়ে দিয়ে আসি।আমার জানা মতে রজত বিশ্বাস জ্যোতিশ্বর পাল ইউএনওকে বুঝিয়ে দেয়।জ্যোতিশ্বর পাল বিদায়ের সময় বর্তমান ইউএনও শারমিন ইয়াসমিন এর নিকট টাকা রেখে যায়।তাকে( সারমীনকে) কাজগুলো করতে বলেছি।

এবিষয়ে প্রকৌশলী রাহাত ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং টাকাগুলি বর্তমান ইউএনও শারমিন ইয়াসমিন স্যারের কাছে আছে।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রফিকুল হক বদলি হয়ে গেলে ,নির্বাচনকালীন সময়ে জ্যোতিশ্বর পাল নামে একজন ইউএনও যোগদান করেন। নির্বাচন শেষ হবার পরে তিনি বদলি হলে তার স্থলে ২৪ সালের ১২ ফেব্রুয়ারী যোগদান করেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪ ব্যাচের শারমিন ইয়াসমিন নামের এই কর্মকর্তা। তিনি কোন কাজ না করেই বদলি হয়ে চলে যাচ্ছেন। গত ১৩ নভেম্বর তার বদলি আদেশ হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগে। আরও জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরে আরও দুটি প্রকল্পে হারুন অর রশিদ নামের সাবেক এক পৌর কাউন্সিলরকে প্রকল্পের সভাপতি করে দেড় লক্ষ টাকা উত্তোলন করে নিজের পকেটে রেখে দেন এই ইউএনও। সরজমিনে যার বাস্তবে কাজের কোন প্রমাণ মেলেনি।

এই প্রকল্পের টাকা সম্পর্কে ইউএনও শারমিন ইয়াসমিনের কার্যালয়ে গেলে তিনি এবিষয়ে অডিও ভিডিও কোন প্রকার বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে তিনি টাকাগুলো তার কাছে আছে বলে স্বীকার করেন এবং বলেন, আপনারা সাংবাদিকবৃন্দ আমাকে সহযোগিতা করেন আমি দ্রুত শেষ করে দিচ্ছি।

প্রসঙ্গত গ্রামীণ রক্ষণাবেক্ষণ প্রকল্প বাস্তবায়ন টি আর, কাবিখা, কাবিটার বাস্তবায়ন বিধিমালা অনুযায়ী পিআইসি কমিটি প্রকল্পের অর্থ উত্তোলন করে কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইসি কমিটিকে কারিগরি সহায়তা ও তদারকি করবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যৌথ সাক্ষরে প্রকল্পের কাজটি সমাপ্তি সাপেক্ষে কাজের বিল প্রদান করার কথা থাকলেও তারা নিজেরায় গত ২ অর্থ বছর আগের প্রকল্পের টাকা উঠিয়ে নিজেরা আত্মসাৎ করেন।

বাম পাশে উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন ও ডান পাশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x