চট্টগ্রামে বোয়ালখালীতে ভোর সকালে পিক আপে করে মুদির দোকানের ১২০০ লিটার সুপার সয়াবিন তেল ভর্তি ৬টি ড্রাম চুরির দেড় মাস পর নগরে ধরা পড়েছে ৩ চোর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে বোয়ালখালী থানা পুলিশ নগরীর ষোলশহর এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত পিক আপটি আটক করে । এসময় গাড়িটি চালক, হেলপার সহ ৩ চোরকে আটক করেন পুলিশ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সকালে বোয়ালখালী উপজেলা শাকপুরা চৌমুহনী বাজারের পাইকারি মুদির দোকান মেসার্স আজমীর ট্রেডার্সের সামনে রাখা সয়াবিন তেল ভর্তি ৬টি ড্রাম চুরি যায়। এর আড়াই ঘণ্টা পর সকাল ৯টার দিকে দোকান খুলতে এসে দোকান মালিক বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজে পাওয়া চোরাই কাজে ব্যবহৃত গাড়ির নাম্বার দেখে এ ঘটনার দেড় মাস পর চোরের নাগাল পেয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের মৃত অজি উল্লাহর ছেলে মো.হাসান (৪০), কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের টেলিগ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো.মহসিন (২৬) ও জামালপুরের মেলান্দা উপজেলার পূর্ব মালঞ্চা গ্রামের মো.হামিদুল ইসলামের ছেলে মো.ফরিদ (৪১)।
তারা চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে ভাড়াবাসায় বসবাস করে আসছেন। এ বিষয়ে মামলা দায়েরের পর আটক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, সিসিটিভির ফুটেজে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা গেছে। আসামী ফরিদ চুরির জন্য গাড়ির ব্যবস্থা করেছিল এবং চুরির সময় সে ড্রাম গাড়িতে উঠানো ও নামানোর কাজে জড়িত ছিলো। চোরাই মালামাল উদ্ধার এবং জড়িত অন্যান্যদের শনাক্তে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ