চট্টগ্রামের বোয়ালখালীতে ২০০ লিটার মদসহ অসীম সর্দার (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর অসীমকে আজ শুক্রবার (২২ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ৪ নং পোপাদিয়া ইউনিয়নের তালতল এলাকায় মদ বিক্রির সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তার অসীম ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের সর্দার পাড়ার মৃত সোনা সর্দারের ছেলে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ জানান, গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া তালতল এলাকায় মদ বিক্রির সময় অসীম সর্দারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ