রংপুরের গঙ্গাচড়ার শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যতীন্দ্র নাথ রায়কে ব্যাখ্যা চেয়ে নোটিশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। জানা যায়, শেরপুর পুটিমারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যতীন্দ্র নাথ রায় নিজে সহকারী শিক্ষক হয়েও স্বঘোষিত প্রধান শিক্ষক হিসেবে নিয়ম নীতির তোয়াক্কা না করেই ২০২৪ সালে অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডেকে নিয়ে নিজের তৈরী করা প্রশংসা পত্র প্রদানের বিনিময়ে প্রতিজনের নিকট অর্থ টাকা আদায় করেছেন।
পাশাপাশি সহকারী শিক্ষক শাহনাজ বেগমেকে দিয়ে প্রশংসা পত্রে প্রস্তুতকারী হিসেবে স্বাক্ষর করিয়েছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।তাছাড়াও যতীন্দ্র নাথ রায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর হাজিরা খাতা চুরি,বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, নতুন ও পুরাতন বই, খাতা ইত্যাদি কর্তৃপক্ষকে না জানিয়ে বিক্রয় করা।
বিদ্যালয়ের ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার আয়-ব্যয়ের হিসাব প্রদান না করা,বিদ্যালয়ের ২০২৪ সালের ষান্মাষিক পরীক্ষার আয়-ব্যয়ের হিসাব প্রদান না করা এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খল সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে। ইউএনও বিষয়টি আমলে নিয়ে ব্যাখ্যা চেয়ে সহকারী শিক্ষকে নোটিশ প্রদান করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ