জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা ইউনিয়নের ৫৪ নং ধলগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রীতি সরকার বলেছেন বিদ্যালয়ের জন্য সরকারের স্লীপ অনুদানের বরাদ্দ অর্থ শিক্ষকদের ব্যাক্তিগত প্রয়োজনে খরচ করার অধিকার রয়েছে। ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে স্লীপ অনুদানের বরাদ্দকৃত অর্থে ক্রয়কৃত টয়লেট পেপার, টিস্যুপেপার,হাতধোয়ার সাবান,পানির ফিল্টার ইত্যাদি শুধু শিক্ষকরাই ব্যবহার করেন।
এসব ব্যবহার করার অধিকার শুধুমাত্র শিক্ষকদেরই রয়েছে, শিক্ষার্থীরা এসব পাবেনা বলে সুপ্রীতি সরকার মনে করেন।
বিদ্যালয়ে অবস্থানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষের শেকেসে ওইসব সামগ্রী দেখা এবং শিক্ষার্থীদের টয়লেট পেপার ছাড়া ওয়াশরুম ব্যাবহার করতে যাওয়া, ফিরে এসে সাবান দিয়ে হাত না ধোঁয়া,ফিল্টারের পানি পান না করা দেখতে পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,এসব সামগ্রী শুধু শিক্ষকদের জন্য ক্রয় করা হয়েছে।
এসব সামগ্রী স্লীপ অনুদানের টাকায় নাকি ব্যাক্তিগত টাকায় ক্রয় করা হয়েছে তা জানতে চাইলে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,এসব সামগ্রী স্লীপ অনুদানের টাকায় কেনা হয়েছে। আপনারা কিছু জানতে চাইলে আমাদের শিক্ষা অফিসারের সাথে আলাপ করেন।
এদিকে শোকেসে ২০২৩-২৪ সালে প্রাপ্ত অনুদানের টাকায় ক্রয় করা শতাধিক খাতাও তিনি শিক্ষার্থীদের মাঝে বিতরন না করে শোকেসে সাজিয়ে রেখেছেন।
শিক্ষক পরিচিতি বোর্ড,বার্ষিক কর্মপরিকল্পনা বোর্ড, ক্লাসরুটিনের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলির অনুপস্থিতি সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোটেও সচেতন বলে মনে হয়নি। বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ বা শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক নয়। ওই বিদ্যালয়ের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আফাদুজ্জামানের সাথে এসব ব্যাপার নিয়ে আলাপ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।