চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানা এলাকায় মোবাইল-৫১ (নৈশ) ডিউটিতে নিয়জিত থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দরটিলা কাঁচাবাজার গলি নাদিয়া ম্যানশন এর সামনে লেদাইয়া কলোনীর গলির মুখ রাস্তার সামনে হইতে তিনজন, ইয়াবা ব্যবসায়ী
মোঃ রাশেদ (৩৫),২। মোঃ ইমন (১৯),৩। জয় চক্রবতী (২০),দের ,ইয়াবা সহ আটক করেছে ইপিজেড থানা পুলিশ।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি)”র নির্দেশনায় এসআই (নিঃ)/ জয়নাল আবেদীন, বিপি-৮৬০৬১০৮২১২,সঙ্গীয় অফিসার ফোর্স কং/১৩২৮ মাহাবুব আলম, কং/৩৭৪৮ মিন্টু বড়ুয়া, কং/৪০৭৬ মোঃ বিল্লাল হোসেনসহ থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সময় গত ২৫/১১/২০২৪ খ্রিঃ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় বন্দরটিলা কাঁচাবাজার গলি নাদিয়া ম্যানশন এর সামনে লেদাইয়া কলোনীর গলির মুখ রাস্তার উপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালিন অবস্থায়, তাদের কাছে থাকা মাদকদ্রব্য ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিল কমিটির সভাপতি সহ মোঃ আজম ও সিকিউরিটি মামুনুর রশিদ সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ)/ জয়নাল আবেদীন,জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় ০১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
অভিযুক্ত আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোঃ রাশেদ (৩৫), পিতা-আবুল বাসার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-ইছাপুর, ভেন্ডার গো বাড়ী, ৮নং পাইকপাড়া ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-আলী শাহ মসজিদ কবরস্থান গলি, আলম ম্যানশন ২য় তলা রুম নং-০৪, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ ইমন (১৯), পিতা-মোঃ রিপন হোসেন, মাতা-শাহিনুর বেগম, সাং-ছোট হোলদিয়া, মিয়া প্রধানিয়ার বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে-বন্দরটিলা, বাহাদুর কলোনী, আসলাম বিল্ডিং ৩য় তলা, রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। জয় চক্রবতী (২০), পিতা-চন্দন চক্রবতী, মাতা-অচনা চক্রবতী, সাং-বাঘদন্ডি ৯নং ওয়ার্ড, দলঘাট ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বন্দরটিলা কাঁচাবাজার গলি, মির্জা ম্যানশন ২য় তলা, রুম নং-০৫, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম