দেশ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডা মাদারসার ৮৯তম ওয়াজ মাহফি ও খাদেমুল ইসলাম ইজতেমা আগামীকাল (২৭ নভেম্বর) ফজরের পর আমন বয়ানের মধ্য দিয়ে শুরু হবে। তিন দিন এই ঐতিহাসিক মহাফিল শনিবার (৩০ ডিসেম্বর) ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে শেষ করতে হবে।
মাহেফিলে বয়ানেরওও ইসলামি নিয়ম-বিধানের তালিম, কোরআনের মশক, ওজু, গোসল, নামাজের অনুশীলন, জিকির-আজকার ও নফল ইবাদত-বন্দেগিতে মুসল্লিরা মশগুল থাকবে। মাহেফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের ফাল উলামায়ে কেরাম, পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন।
মাহেফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি, খুলনা, যশোর, মাগুরা ও সাতক্ষীরা দেশ দূর-দুরান্তের জেলা থেকে ধর্মপ্রাণ পল্লী অংশ। মহফিল মহল এলাকায় আমের বিরাজ করছে। গওহরডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকা হয়েছে ধর্ম তীর্থভূমিতে। সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ এই মাহেফিলে অংশ নিয়ে থাকেন।
মাহফিল ২
মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবারে বিগত তারিখে হাদিস, হিফজ ও কারিয়ানা বিভাগ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে। মাহিফিল জেনারেল খাদেমুল ইসলাম ছাত্র সহায়তার উদ্যোগে বেশ আলোচনার বিষয় আরবি বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে।
১৯৩৭ সালে ছাদর সাহেব বিখ্যাত আলেম, মোজাহেদে আজম আল্লামা শামছুল ঠিক ফরিদপুরী রহ। মাদরসাটি করেন। হরলগ্ন করা দরাসাটিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও মা মুখের অনেক আঞ্জাম দিয়ে আঞ্জাম দেন।
বর্তমানে মাদরসাটি করছেন আল্লামা শামছুল চালক ফরিদপুর ছেলে আল্লামা মুফতি রুহুল আমি। তিনি কও মাদরাসা শিক্ষাবোর্ড গহরডাঙ্গার পাকিস্তান, খাদেমুল ইসলাম রাজনীতি আমির এবং কওমি মাদারসাজোর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আলইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার রাজনৈতিক সদস্য।
মাদরাসার নায়েবে মুহতামিম ও ছদর সাহেব হুজুরের পৌত্র মুফতি উসামা মাহফিলের সার্বিক কামিয়াবির জন্য বিশেষ অনুরোধ অনুরোধ।