বরিশালের আঞ্চলিক পত্রিকায় "চরমোনাইতে সাইনবোর্ড ও লাল নিশান টানিয়ে চর দখলের অবিযোগ" এমন একটি হেডলাইন দিয়ে গত ১লা ডিসেম্বর ২০২৪ইং তারিখ একটি সংবাদ প্রকাশিত হয় যাহা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও মিথ্যা বলেছেন স্থানীয় একাধিক ব্যক্তিরা।
চরমোনাই ইউনিয়ানের বর্তমান স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জিয়াউল করিম বলেন আমি সাব কবলা দলিল মূলে প্রকৃত মালিকদের থেকে জমি খরিদ করি ১২/০৭/২০১১ ইং তারিখ (যাহার সাব কবলা দলিল নং-৭৯৭৭) এরপর জমা খারিজ করিয়ে দীর্ঘবছর যাবত খাজনা পরিশোধ করছি এবং উক্ত জমি বোগ দখল করে আসছি।
অল্প কিছু জমি আমার দখলে না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্ভেয়ারের উপস্থিতিতে আমার খরিদ কৃত সকল জমি কয়েক মাস পূর্বে মাপ যোপ করে সীমান নির্ধারণ করি।
কে বা কাহারা সাংবাদিক ভাইদের কে ভুল তথ্য দিয়ে উপরোক্ত হেডলাইন দিয়ে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার উদ্বুদ্ধ করে সংবাদ প্রকাশ করিয়েছেন।
যাতে আমার মান সম্মান কিছুটা ক্ষুন্ন হয়েছে তাই এই মিথ্যা বৃত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ