বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদী চর মেমানিয়া সংলগ্ন এলকায় নেট জাল শিকারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংর্ঘষ হয়।সংর্ঘষে আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শাহেআলম দর্জি(৪৫) সাইদুল দর্জি(১৮),সাকিল দর্জি(২৫),আজিজুল দর্জি (৩০),রেনু বেগম(৪০)লিটন বেপারী(২৬),খালেদা বেগম(৩০)হিরন দর্জি(৫৫)
মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার সময় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত শাহেআলম দর্জি বলেন নদীর পাড়ের আমাদের নিজেস্ব পৈতৃক জমিতে নেট জাল দিয়ে মাছ শিকার করে জীর্বিকা নির্বাহ করি আমরা।ঘটনার দিন আমরা নেট জাল পাতিনি।এ সুযোগে লিটন বেপারী,সাহিন মামুন সহ কয়েক জন জোড়পূর্বক জাল পাতে।তখন আমরা বাধা দিলে আমাদের উপর এলোপাতারী হামলা করে আমাদেরকে গুরুতর জখম করে।
ঘটনার সত্যতা স্বিকার করে লিটন বেপারী জানায় আমরা একদিনের জন্য সেখানে জাল দিয়ে মাছ শিকারে যাই।জমির মালিকরা বাধা সৃষ্টি করলে সংর্ঘষের ঘটনা ঘটে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন অবৈধ নেট জাল দিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে সংর্ঘষের সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ