ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা গত সোমবার দুপুরের দিকে বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। এই হামলার প্রতিবাদে আজ ৫ই ডিসেম্বর হিজলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খুন্না বন্দর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রায় ৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হিজলা ডিগ্রি কলেজ, উপজেলা পরিষদ চত্বর ও হিজলা টেকের বাজার প্রদক্ষিণ শেষে হিজলা বাসস্ট্যান্ডে এসে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য রাখেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আলতাফ হোসেন খোকন।
বক্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল, মত, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।