হিজলা উপজেলার কাউরিয়া বাজার বন্ধু মহল ডেকোরেটর ব্যবসায়ী খলিল গাজীর গোডাউন লুট করার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী খলিল গাজী জানান আজ ৫ই ডিসেম্বর আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন এর পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত রহিম বেপারী ছেলে আলী বেপারী (আমিন) এর নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত ১০/১২ জন লোক পূর্ব কোড়ালিয়া গ্রামের নতুন খনির পয়েন্ট জামে মসজিদ সংলগ্ন আমার বন্ধু মহল ডেকোরেটরের গোডাউন এর তালা ভেঙ্গে আনুমানিক ৮ শতাধীক প্লেট, ২ শতাধিক গ্লাস, ১০ টি জগ, ২৫টি চেয়ার, ৪ টি সাউন্ড বক্স, ৪ টি ৫১৬ সাউন্ড বক্সের মেশিন, ১৫ টি মাইক, ১৫ টি ইউনিট মাইক লুট করে নিয়ে যায় এবং গোডাউন এর বিভিন্ন মালামাল ভাংচুর করে, যাওয়ার সময়ে গোডাউনের আশপাশের জমিতে থাকা শুপারী গাছ সহ অন্যান্য ফলের গাছের গোড়ায় ঔষধ মিশ্রিত পানি ঢেলে দিয়ে যায় যেন গাছগুলো মরে যায়।
এবিষয়ে আলী বেপারীর নিকট জানতে চাইলে তিনি বলেন গোডাউনের যায়গাটা নিয়ে আমি মামলা করেছি তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই যায়গাটা নিয়ে হওয়া মামলার বাদী হিজলা থানার এস আই শামীম এর নিকট জানতে চাইলে তিনি বলেন ওই যায়গাটি নিয়ে মামলা চলমান, কিছু দিনের মধ্যে চারশিট দেয়া হবে, আমি বরিশালে ছিলাম, লুটপাটের বিষয় আমার জানা নেই।
ব্যবসায়ী খলিল বেপারী বলেন আমি লুট হওয়া মালামাল উদ্ধারের জন্যে মামলা করার প্রস্তুতি নিচ্ছি, মামলা করবো।