নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট শামীম আহমেদের (৫২) প্রথম জানাজা আজ সকাল ১১ টায় নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় নওগাঁ জেলার বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি ,সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, ভিপি রানা, আমিনুল ইসলাম বেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উকিল ও শুভাকাঙ্ক্ষীরা জানাজায় উপস্থিত ছিলেন।
শামীম আহমেদের অকাল মৃত্যুতে জানা যায় উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং অনেকেই কান্নায় ভেংগে পড়েন।
উল্লেখ্য গতকাল শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে শামীম আহম্মেদকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি দুই মেয়ে, ১ ছেলে, স্ত্রী, বাবা মা ও সহকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি বর্তমান নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং নওগাঁ শহরের দয়ালের মোরে চক এনায়েত যুবক সমিতির একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন বাদ জোহর সাপাহার উপজেলার আইহাই গ্রামে তার দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে নওগাঁ বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে।