নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ডেমক্রেসিওয়াচ এর আস্থা প্রকল্পের উদ্যোগে উপজেলা বিআরডিবি হলরুমে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্ম ও অনান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, কামরুজ্জামান,উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান।
এই সময় বক্তব্যে বক্তারা বলেন,রূপান্তরের পক্ষে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
কোন ধরনের সহিংসতা আশঙ্কা দেখা দিলে হুইসেল ব্লোয়ার হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। যাতে কোন সহিংসতা হতে পারে জানতে পারলে সেটা থামানোর জন্য প্রশাসনকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে বা পুলিশকে জানাতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও অবৈধ মজুদদারদের তথ্য প্রশাসনকে দিতে হবে।
গনতন্ত্র শক্তিশালী করতে হলে আমাদের ভোট প্রদান করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। কোন মতেই ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হতে দেওয়া যাবে না। গুজব লটানো যাবে না। সবাইকে সচেতন করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ডেমক্রেসিওয়াচ এর সিনিয়র ফিল্ড অফিসার মোন্নাফ ও রিমা আক্তার। এ সময় নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ইউথ সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ