রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার বিকেল ৫টায় গঙ্গাচড়া থানা পুলিশ চেয়ারম্যানকে মর্নেয়া ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করেন।থানা সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল গঙ্গাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদী হয়ে গঙ্গাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় অনধিকার প্রবেশ, দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।মামলায় প্রধান আসামি করা হয়েছে গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিনসহ মোট ৪০ জনকে। এছাড়া ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।জিল্লুর রহমান এই মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে।গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার বলেন, “তিনি এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।