নওগাঁর মান্দায় প্রাইভেট কার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের আরো দুই যাত্রী আহত হয়েছে।
সোমবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মোহাম্মদপুর এলাকায় এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন(২৭) ও এনামুল হকের ছেলে জিহান (৩০)।
আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, প্রাইভেট কারটি সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিল। পথে রাজশাহী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সাগর ও জিহান নিহত হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এর সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ