ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০.১২.২৪) সকালে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন বোয়ালমারী উপজেলা ও পৌরসভা কমিটির যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ সময় এ কমিটির সদস্যবৃন্দ অডিটোরিয়াম হলরুমের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
মতিয়ার রহমানের সভাপতিত্বে অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের পদ্মা বিভাগের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী শামসুজ্জামান খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা কমিটির সচিব মো.আলী রেজা মিয়া, সিনিয়র যুগ্ম সচিব শেখ আনিসুজ্জামান আনিস, মো. পলাশ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাউল কবি শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়া, পৌর কমিটির কো চেয়ারম্যান পরিচিতি রহমান, সচিব হাসান সালেহ, কোষাধক্ষ্য ডাক্তার সেলিমুজ্জামান সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহপ্রচার সম্পাদক মো. জাহিদুল মোল্লা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ যুবক্রীড়া সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম ফিহাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।