চট্টগ্রামে বোয়ালখালীর পৌর সদরে আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌর সদরের উপজেলার পরিষদের কোয়ার্টার গলিতে দুটি বন্যহাতি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মীরপাড়া হয়ে হাতি দুটি চলে গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।
উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের জিশু সূত্রধর বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্যহাতি দুটো পাহাড়ের দিকে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে বন্য হাতিরা। তবে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএনও জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা মূলক মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এছাড়া তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।