ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার করিমের বটতলা বাজারে মাত্র ১০ টাকা নিয়ে কাঁচামাল বহনের লেবার তর্কাতর্কি করে ব্যবসায়ীর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে। লেবার মো. বাবুল শেখকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তিনি পৌরসভার রায়পুর গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের ছেলে।
বুধবার বেলা সাড়ে এগারোটায় পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন করিমের বটতলা কাঁচা বাজার এ ঘটনা ঘটেছে।
আহত কাঁচামাল ব্যবসায়ী আলমগীর বিশ্বাসকে মারাত্মক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাধারণ চিকিৎসা দেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা। তিনি বলেন, মাথায় আঘাতে হাড় ফেটে গিয়েছে।
প্রতক্ষ্যদর্শী আল-আমিন বলেন, আলমগীর বিশ্বাসের কাঁচামালের দোকানের পাশে আমার ভাইয়ের কাঁচামাল দোকান। আমি পান আনতে দোকানে যায়। তখন দেখি কাঁচামাল বহনের লেবার মো. বাবুল শেখ মাল বহনের ১০ টাকা আনতে আলমগীর বিশ্বাসের দোকানে গেল দু'জনের তর্কাতর্কি হয়। পরে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। ব্যবসায়ী বর্তমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি হবে এখনো বলা যাচ্ছে না।
বোয়ালমারী থানার পরিদর্শক ( ওসি তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় বাবুল নামে এক লেবারকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। আহত কাঁচামাল ব্যবসায়ীকে ঢাকা নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ