নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আজ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ইং সকাল 11 ঘটিকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় আলোচনা সবার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ মূলক বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আতিক মুজাহিদ (যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি) সভায় তিনি বলেন বাংলাদেশের অনেক জায়গায় এখন পর্যন্ত ফ্যাসিস হাসিনার লোকেরা রয়েছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাসিনার লোকেরা এখনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তাই আমাদের আশেপাশের হিন্দু সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা প্রদান করতে হবে। তিনি বলেন দেশের স্বাধীনতা রক্ষার্থে ভারতকে এক চুলো ছাড় দেওয়া হবে না।
আর উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ লিওন (সাংগঠনিক জাতীয় নাগরিক কমিটি) তিনি দেশ ও দেশের মানুষকে সচেতন থাকতে বলেন এবং জুলাই আন্দোলনের স্পিডকে ধরে রাখতে বলেন।
উপস্থিত ছিলেন সাদিয়া ফারহানা দিনা (কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটি) তিনি বলেন জুলাইয়ের আন্দোলনে অনেক নারী অনেক ত্যাগ আহত ও নির্যাতনের শিকার হয়ে, তাই এই আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরও বিশেষ অবদান আছে তাই তাদের পিছিয়ে রাখা যাবে না।
এই আলোচনা সভায় কিশোরগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররাসহ আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা, মোহাম্মদ নাজমুল ইসলাম মোঃ সুজাইন ইসলাম, এবি মালেক ইসলাম, মোঃ ফরহাদ রেজা, মোঃ সিজু ইসলাম,মোঃ জাহিদ ইসলাম, মোঃ শিবলী ইসলাম,আব্দুল মতিন , মোঃ গোলাম রাব্বি, মোঃ মোতালেব হোসেন,মোঃ ইব্রাহিম ইসলাম সহ
কিশোরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা।