চট্টগ্রামে বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভায় ইউএনও হিমাদ্রী খীসা বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে এদেশকে মেধা শূন্য করে দিতে চেয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।
এদেশের স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সভার শুরু শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিন উপজেলার কধুরখীল বধ্যভূমি এবং পশ্চিম শাকপুরা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়া উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা, দোয়া ও মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ