ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে মধুমতি নদীর পাড় থেকে খাস জমির মাটি কাটার ও গ্রামীণ অবকাঠামো রাস্তা নষ্ট করার অপরাধে এক ব্যবসায়ী ও তিন টলির ড্রাইভারকে একান্ন হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৫ ডিসেম্বর ) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কাতলাসুর এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
বালু ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৪৭) উপজেলার পৌর সদর কুসুমদী গ্রামের মৃত মুনছুর মোল্লার ছেলে।টলি ড্রাইভার একই উপজেলার পাড়াগ্রাম মো. ইসমাইল মোল্লা, পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের মো. সবুজ বিশ্বাস ও মাগুরা গ্রামের মো. আশিক।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত ইউএনও এ, কে, এম রায়হানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভারপ্রাপ্ত ইউএনও এ, কে, এম রায়হানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন অমান্য করে নদীর পাড় থেকে দীর্ঘ এসকেভটর দিয়ে মাটি, বালু কাটা, বিক্রি ও নদীর গতিপথ পরিবর্তন করার অপচেষ্টাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ১,২,৩ ধারা অনুযায়ী অভিযুক্ত তিন টলি ড্রাইভারকে পাঁচশত টাকা করে জরিমানা এবং বালু ব্যবসায়ী আনোয়ারকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।সকলে নগদ টাকা জরিমানা দিয়েছেন।
যে কোন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পেলে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ