গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালনের অংশ হিসেবে জেলা প্রশাসন, পিরোজপুর এর উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে বলেশ্বর শহিদ স্মৃতি খেয়াঘাটে পুষ্পস্তবক অর্পণ করেন।
পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।পরবর্তীতে পিরোজপুর সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন,আড়ম্বরপূর্ণ বিজয়মেলা চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী শিশু কিশোর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর জেলায় উদযাপিত হয় মহান বিজয় দিবস।
জেলা প্রশাসনের এরকম সুন্দর একটি আয়োজন সম্পর্কে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন আমাদের বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত সৎ নির্ভীক আদর্শবান এবং দেশপ্রেমী।পিরোজপুর জেলা প্রশাসককে তারা ধন্যবাদ জানিয়েছেন মহান স্বাধীনতা দিবসের এমন সুন্দর আয়োজনের জন্য।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ