শিক্ষার মান উন্নয়ন ও মেধাবীদের সঠিক মূল্যায়নের লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বৃত্তি প্রধান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঠশালা স্টাডি কেয়ার একাডেমির উদ্যোগে আজ দুপুরে কেডির মোড় নিজ কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের চতুর্থ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি পাঠশালা স্টাডি কেয়ার একাডেমীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলামসহ পরিচালক হাফিজুর রহমান শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষক নূর হোসেন।
পরে প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদানসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অভিভাবকদেরও সম্মাননা স্বরূপ উত্তরই প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ