গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৪ শেষ হয়েছে গতকাল শনিবার। গত বৃহস্পতিবার ৬ টি স্টল নিয়ে শুরু হওয়া কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের সরদার।
এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন,গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম,এসএপিপিও লিয়াকত হোসেন প্রমুখ। মুলত কন্দাল জাত ফসলের উন্নয়নে এ মেলার উদ্যোগ নেয়া হয়।
কর্মসুচীর আওতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি মেলার শেষ দিনে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ