রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষে গনতান্ত্রিক পদ্ধতিতে দলীয় পদে নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
২০-২১শে ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয় হতে তিনটি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১১ জন প্রার্থী। এতে সভাপতি পদে নজরুল ইসলাম দুদু, শহিদুল ইসলাম, বাচ্চা মিয়া, নওশাদুল আলম, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম,কারিমুল ইসলাম প্রমাণিক, হাবিবুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, নুরুল আমিন নাদিম, আহসান হাবীব মিলন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য গোলাম রব্বানী রঞ্জু ও আপেল মাহমুদ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, সদস্য সচিব আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লিজু, চাঁদ সরকার, সদস্য নওশা মিয়া, শফিকুল ইসলাম চাঁন, আব্দুল গফুর,বেলাল, সোহেল, নাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, সদস্য সচিব সোনা মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর ইসলাম রঞ্জু, সদস্য সচিব বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আখতারুজ্জামান তিতাসসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২২শে ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২৩শে ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ, ২৬ শে ডিসেম্বর বেতগাড়ীর ব্র্যাক শিশু নিকেতনে দুপুর ১ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।