মোঃ কাশিয়ানী গোপালগঞ্জ
গোপন সংবাদের ভিত্তিতে আজ২৪/১২/২০২৪ খ্রিঃ সময় আনুমানিক ১৮:১৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি সেতু টোল প্লাজার উত্তর দিকে পাকা রাস্তার উপর হতে যশোরগামী হামদান এক্সপ্রেস ( রেজিঃ নং - ঢাকা মেট্রো -ব- ১২-৩৫৩৬) নামক পরিবহনটি পৌঁছালে তল্লাশি করিয়া ১৯০০ ( ঊনিশশত) পিস ইয়াবাসহ বহনকারী মোছাঃ আরিফা (৩৯),পিতা - বিশারত মন্ডল, সাং - ভাটই,থানা- শৈলকুপা,জেলা- ঝিনাইদহ কে ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্প খুলনা -৬ কর্তৃক গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ