পরিবেশ সংরক্ষণ এবং জ্ঞানের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক সংগঠন “প্লাস্টিকের বিনিময়ে বই” সম্প্রতি তাদের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এবং নতুন সদস্য তালিকা ঘোষণা করেছে।
সংগঠনটি গত কয়েক বছর ধরে প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে কাজ করছে। প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়ায় সংরক্ষণ করে বিনিময়ে বই সরবরাহের মাধ্যমে এটি পরিবেশ ও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। তাদের নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকরভাবে প্লাস্টিক দূষণ রোধে এবং বই পড়ার অভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে।
নতুন কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব আমাদের আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষা এবং শিক্ষার প্রসারে আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক আশিফ রায়হান বলেন, “আমাদের সংগঠন শুধুমাত্র পরিবেশ সুরক্ষায় নয়, বরং মানুষের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, বইয়ের আলো সমাজকে বদলে দিতে পারে।”
সংগঠনটি সবাইকে তাদের প্রচারণায় যুক্ত হয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখার আহ্বান জানিয়েছে।
স্লোগান:
“প্লাস্টিকের বোঝা কমাও, বইয়ের আলো বাড়াও।”