চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পটিয়ার এনামুল হক এনাম বিএনপির দলীয় পদ ফিরে পাওয়ায় উপজেলার ১০ নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের হযরত শাহ বু-আলী কালন্দর (রহ.) এর মাজার জিয়ারত ও দোয়া মাহফিল করেছে আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় শাহ বু-আলী কালন্দর (রহ.) এর মাজার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব ও ১০নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বশর চৌধুরী, বি এন পির নেতা মাহাবুব আলম, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ ইখতিয়ার উদ্দিন হিরু, যুব দল নেতা জাবেদ সিদ্দিকী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে গত ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।
তা আবেদনের প্রেক্ষিতে আবার বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে নির্দেশক্রমে তাদের স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।