আদালতের নির্দেশনা অবমাননার অপরাধে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: মোঃ ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক ভবনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর মো. সাজেদুর রহমান বলেন, ইতোপূর্বে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত ডা: ফারুক আহমেদকে গোপালগঞ্জ সদর থানার একটি মারামারি মামলার সনদ সংক্রান্ত মামলায় (জিআর ৩৮৪/২৪) মেডিকেল সনদ রেজিষ্টারসহ প্রামানিক কিছু কাগজপত্র চেয়ে আদালতে তলব করেন। কিন্তু, দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়া এবং কাগজপত্র হাজির না করায় তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে।
এই অভিযোগে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
এরই ভিত্তিতে গত শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আজ শনিবার বেলা ১১টায় ডাঃ ফারুক আহমেদকে আদালতে পাঠিয়েছে।