বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা শাখা গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি
সাংবাদিক মঞ্জুর আলম মাস্টারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালখালী সংবাদের সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া,
বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক মোহাম্মদ শাকিল,বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগর আহবায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, মহানগর নেতা মো: মনছুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া বনি হাসান চক্ষু হাসপাতালের পরিচালক এম এ তালেব ।
এ সময় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো:মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাত্রী অধিকার প্রতিষ্ঠা ও ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া বোয়ালখালীর যাত্রী সাধারনের যাতায়াতের দূর্ভোগ নিরসন ও দ্রুততার সাথে কালুরঘাট সেতু নির্মাণের জন্য একটি শক্তিশালী প্রেসার গ্রুপ গড়ে তুলতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠক জসীম উদ্দিন চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বড়ুয়া, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বনি হাসান চক্ষু হাসপাতালের পরিচালক আবু তালেব, জামশেদুল ইসলাম রিপন, কাজী শহিদুল ইসলাম, ইব্রাহিম ,বিশ্বদ্বীপ তালুকদার প্রমুখ। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সাংবাদিক অধীর বড়ুয়াকে সভাপতি ও মোঃ জামশেদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখা গঠন করা হয়।