গোপালগঞ্জে কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ রবিবার ২৯ ডিসেম্বর দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই অগ্নিকাণ্ডে অন্তত:৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
কাশিয়ানী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়নগর বাজারের দোকানদার বাদশা গাজীর চায়ের দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে এক এক করে হাবিব শেখের মুদি দোকান ও ওয়াকশপ সহ মোট ৪ টি দোকান পুড়ে যায়।পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।এ অগ্নিকাণ্ডে অন্তত: ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।