বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিকআপের সাথে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলির চালক ও আর এক সহকারী গুরুতর আহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্না নিহত হয়। আহত ট্রলিচালক ও অপর এক সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।