পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা-টাই প্রকৃতির নিয়ম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য। কিন্তু আজকের সূর্য নতুন রুপে জানান দিয়েছে, আসছে আরও একটি নতুন বছর। স্বাগত ২০২৫।। স্বাগত নতুন বছর। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০২৪ সাল।
নতুন বছরের আগমনের দিন গুনছি আমরা সবাই। কারণ “২০২৪’ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। “২০২৪’ কে বিদায় জানিয়ে আমরা পা রাখব “২০২৫’ সালে।
“নতুন বছরের আগমনে আমি https://www.wsbnews24.comসাংবাদিক,মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ ও বিদেশের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, ইউটিউবার, ব্লগার ও বিভিন্ন পদ পদবিতে নিয়োজিত সাংবাদিকগন, সম্পাদক, সহকারী-সম্পাদক, বার্তা সম্পাদক, এডিটর ইন চিফ/প্রধান নিউজ এডিটর/ হেড অফ নিউজ/ নিউজ এডিটর/ চিফ রিপোর্টার/ কালচার এডিটর/ অ্যাসাইনমেন্ট এডিটর/ মার্কেটিং প্রধান/ অনলাইন ইনচার্জসহ দেশবাসীদের জানাই,আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি, “২০২৪’ সালে হারানো সৃতি মাথায় রেখে “২০২৫’ সাল আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে। আমরা একসাথে মিলেমিশে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আমাদের দেশবাসীর পাশে থেকে উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাব।
”আসুন, আমরা সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়েদি এবং মানবিক মূল্যবোধের দিকে নজর রেখে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি।”
আবার ও সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলে দোয়া করবেন আমার জন্য।