সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে স্বাক্ষর সহ সদস্য অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে স্বাগত জানিয়ে বিশ্বম্বারপুর উপজেলা বিএনপি একাংশের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু সুকেশ চন্দ্র দেবনাথ, মকবুল হোসেন , আনোয়ার হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক দলের আবেক সভাপতি রমজান আলী, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মিয়া, রাজু আহমেদ, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, বিশ্বম্ভর পুর উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শায়খুল ইসলাম, যুবদল সদস্য আব্বাস আলী, খলিলুর রহমান , রোমান, আজহারুল, সিউল প্রমূখ।
উল্লেখ্য যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্বাক্ষর পাওয়ার সহ পাঁচ সদস্যকে অন্তর্ভুক্তি করা হয়।
তারা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, স্বাক্ষর পাওয়ার সহ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, ব্যারিস্টার হামিদুল হক, এডভোকেট হাফেজা ফেরদৌস লিপ্সন, ও আসুক তালুকদার সুমন।