কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপি ব্যপক এ কর্মসূচি পালন করা হয় ।
বুধবার বিকেল ৩টায় শহরের উকিলপাড়াসস্থ দরযি কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা সাহসী তরুন রাজনীতিবিদ এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল) এর নেতৃত্বে দলীয় ও সহযোগি সংঘটনের নেতৃবৃন্দরা শুভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভাযাত্রার পর দলীয় কার্যালয়ে প্রবীন রাজনীতিবিদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহির আলী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট মোঃ নাজমুলহুদা (হিমেল)। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজির হোসেন মাষ্টার, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহ্ আলম (তুলিপ), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিস আইনজীবী মোঃ আনিসুল হক, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব,বর্তমান ছাত্রসমাজের সভাপতি সজীব আহমদ,ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জুবেদ আলী, জাপা নেতা মনির হোসেন, সাবেক ছাত্রসমাজের সভাপতি সফিকুল আলম উজ্জল, সাবেক ছাত্রসমাজের সদস্য সচীব সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নুরনুল ইসলাম,জাপা নেতা শিমুল মিয়া,জাপা নেতা আবু ছালিক মোঃ মিলন তালুকদার, জাপা নেতা মোঃ মানিক মিয়া, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম, জাপা নেতা আনোয়ার হোসেন, জাপা নেতা আব্দুল আজিজ, জাপা নেতা আমির হোসেন, জাপা নেতা কাবের হোসেনও প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহির আলী বলেন, ১১ (এগার) বছর ধরে আহবায়ক কমিটি দিয়ে জেলা জাতীয় পার্টি চলছে যে কমিটির কোন অস্তিত্ব নেই। এই ব্যর্থ আহবায়ক কমিটির কারণে সারা জেলার জাতীয় পার্টির রাজনীতি ঝিমিয়ে পড়েছে। ব্যর্থ আহবায়ক কমিটি অবিলম্বে বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীর হাতে দলকে তুলে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও মহা-সচিবের প্রতি আহবান জানান।
প্রধান বক্তা এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয়পার্টি আছে জাতীয়পার্টি থাকবে জাতীয়পার্টি হলো কোটি কোটি মানুষের সংগঠন, যে সংগঠনে বেশির ভাগই সংসদে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিৎ বলে মন্থব্য করেন তিনি। যারা জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে চায় আজ তারাই মনে হয় বোকার রাজ্যে বাস করেন। ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সড়ানো যাবে না। তিনি আরো বলেন আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করে গড়ে তুলার জন্য নেতাকর্মীর প্রতি আহব্বান জানান। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০১.২০২৫