রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া বাজারের যানজট, ফুটপাত দখল এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে আজ একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, এবং সাধারণ জনগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভাটি আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাজার কমিটির নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় যানজট নিরসনে বাজার এলাকার সঠিক ব্যবস্থাপনা, ফুটপাত মুক্ত রাখার উদ্যোগ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে ফুটপাতগুলো সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চাওয়া হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গঙ্গাচড়া বাজারের যানজট ও ফুটপাত দখলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন একা এটি করতে পারবে না। জনগণের অংশগ্রহণই সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে।
”সভায় একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা।ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত করা।বাজারের প্রবেশ ও বহির্গমন পথগুলো সচল রাখতে সঠিক ব্যবস্থা নেওয়া।ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সভায় অংশগ্রহণকারীরা এই সমস্যাগুলোর দ্রুত সমাধান আশা করেন এবং নিয়মিত তদারকির ওপর জোর দেন।
সভা শেষে বাজার পরিদর্শন করে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়।