শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন তাহিরপুরে ভোক্তা অধিকার বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে দিনব্যাপী পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের সনদপত্র বিতরণ ও আলোচান সভা অনুষ্ঠিত তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের উৎপাত, প্রশাসনের হাতে আটক শিকারি শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদল নেতার মতবিনিময় চসিককে স্বাবলম্বী করতে চাই: ড়া: শাহাদাত চট্টগ্রামে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক পঞ্চগড়ে তারুণ্য উৎসবে মাদকবিরোধী র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোদন পঞ্চগড়ে তারুণ্য উৎসবে মাদকবিরোধী র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোদন গঙ্গাচড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

গঙ্গাচড়া বাজারের যানজট ও ফুটপাত দখলসহ নানা সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
1.1kভিজিটর

রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া বাজারের যানজট, ফুটপাত দখল এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে আজ একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, এবং সাধারণ জনগণের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাটি আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাজার কমিটির নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় যানজট নিরসনে বাজার এলাকার সঠিক ব্যবস্থাপনা, ফুটপাত মুক্ত রাখার উদ্যোগ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে ফুটপাতগুলো সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চাওয়া হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গঙ্গাচড়া বাজারের যানজট ও ফুটপাত দখলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন একা এটি করতে পারবে না। জনগণের অংশগ্রহণই সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে।

”সভায় একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা।ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত করা।বাজারের প্রবেশ ও বহির্গমন পথগুলো সচল রাখতে সঠিক ব্যবস্থা নেওয়া।ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সভায় অংশগ্রহণকারীরা এই সমস্যাগুলোর দ্রুত সমাধান আশা করেন এবং নিয়মিত তদারকির ওপর জোর দেন।

সভা শেষে বাজার পরিদর্শন করে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x