শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন তাহিরপুরে ভোক্তা অধিকার বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে দিনব্যাপী পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের সনদপত্র বিতরণ ও আলোচান সভা অনুষ্ঠিত তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের উৎপাত, প্রশাসনের হাতে আটক শিকারি শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদল নেতার মতবিনিময় চসিককে স্বাবলম্বী করতে চাই: ড়া: শাহাদাত চট্টগ্রামে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক পঞ্চগড়ে তারুণ্য উৎসবে মাদকবিরোধী র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোদন পঞ্চগড়ে তারুণ্য উৎসবে মাদকবিরোধী র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোদন গঙ্গাচড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

আমতলীতে ১৬ টি প্রতারনা মামলার আসামী ভন্ড দরবেশ ফারুক গ্রেপ্তার।১২ লক্ষ টাকা ও ৬৫ গ্রাম স্বর্ণালংঙ্কার উদ্ধার।মেহেদী হাসান স্টাফ রিপোর্টার

মেহেদী হাসান আমতলী বরগুনা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
5.0kভিজিটর

আমতলীতে ১৬ টি প্রতারনা মামলার আসামী ভন্ড দরবেশ ফারুক হাওলাদার ও নও মুসলিম রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লুবিহীন প্রতারনা মামলার আসামী ফারুক ও তার সহযোগীকে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকালে আমতলী থানা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে কথিত ৬৫ গ্রাম স্বর্ণালংঙ্কার ও বার লক্ষ তের হাজার টাকা উদ্ধার করা হয়।
জানাগেছে, বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের কাদের হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদার।

তিনি এলাকার দরবেশ হিসেবে পরিচিত। ভন্ড দরবেশ সেজে ফারুক দেশের বিভিন্ন এলাকায় প্রতারনা করে আসছে। গত ১০ বছর আগে তার সহযোগী হিসেবে বিপুল হাওলাদারকে সঙ্গে নেয়। তাকে তিনি কথিত নও মুসলিম সাজিয়ে নাম পরিবর্তন করে রফিকুল ইসলাম নাম দেয়। পরে ফারুক হাওলাদারের বাবার নামে তার বাবার নাম মিলিয়ে জাতীয় আইডি কার্ড করেন। এরপর তারা হিন্দু-মুসলমানদের নানা ভাবে প্রতারনার ফাঁদে ফেলে আসছে। গত ২৭ ডিসেম্বর আমতলী পৌর শহরের মিঠুন ঘোষের নিঃসন্তানী বোন স্কুল শিক্ষিকা শিউলী রানীকে সন্তান হওয়ার লোভ দেখিয়ে ২৪ ভরি স্বর্নালংঙ্কার প্রতারনা করে নিয়ে যায়।

এ ঘটনায় মিঠুন ঘোষ বাদী হয়ে গত বুধবার আমতলী থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। আমতলী থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা প্রতারক সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হাওলাদারকে সনাক্ত করেন। উজিরপুর পুলিশের সহায়তায় প্রতারক ফারুকের বাড়ীতে বৃহস্পতিবার সকালে অভিযান চালায়। পরে তাকে ও তার নও মুসলিম ভাই রফিকুল ইসলামকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেয়া তথ্য মতে তার বাড়ী থেকে ৬৫ গ্রাম কথিত স্বর্ণালংঙ্কার ও বার লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওইদিন দুপুরে পুলিশ তাদেরকে আমতলী থানায় নিয়ে আসে।

প্রতারক ফারুক হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬ টি প্রতারনা মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। উল্লেখ্য নও মুসলিম রফিকুল ইসলামের অপর নাম বিপুল হালদার। তার বাবার নাম প্রফুল্ল হালদার।
মামলার বাদী মিঠুর ঘোষ বলেন, আমার নিঃসন্তানী বোন শিউলি রানীকে সন্তান লাভের আশা দেখিয়ে প্রতারক ফারুক ও বিপুল হালদার ২৪ ভরি স্বর্ণালংঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় মামলা করেছি।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার দুই প্রতারককে গ্রেপ্তার করেছে।
আমতলী থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আজিুজুর রহমান বলেন, ক্লবিহীন একটি প্রতারনা মামলা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক ফারুক হাওলাদার ও তার সহযোগী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, ফারুক এলাকার দরবেশ হিসেবে পরিচিত। তিনি মানুষকে প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা ও স্বর্ণালংঙ্কার হাতিয়ে নেয়। সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদার দরবেশের বেশ ধরে আড়ালে তিনি প্রতারনা করে আসছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, প্রতারক ফারুক হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে ৬৫ গ্রাম কথিত স্বর্ণালংঙ্কার ও বার লক্ষ তের হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতারক ফারুক হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬ টি এবং কথিত নও মুসলিম রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪ টি প্রতারনা মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল মোঃ রুহুল আমিন বলেন, সক্রিয় প্রতারনা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x