পঞ্চগড়ে নানা আয়োজনে মাসব্যাপী তারুণ্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পঞ্চগড় স্টেডিয়ামে শেষ হয়।
স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে তারুণ্য উৎসবের প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এসময় বক্তব্য রাখেন সৈয়দপুর সেনানীবাস ২৯ বি’র লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল বারি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মফিজ উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মীর মোরসেদ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ।
স্টেডিয়াম মাঠে তারুণ্যের উৎসবে পরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টুকু একাডেমি ও বাবু একাডেমি অংশ নেয়। মাসব্যাপী এই উৎসবে তরুণদের নিয়ে কর্মশালা, স্কেটিং উৎসব, সাইকেল রেস, গ্রামীণ খেলাধুলা, পিঠা উৎসব, রচনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, ভলিবল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, কারাতে প্রতিযোগিতা, অবস্টেকল রেসসহ ২৩টি ইভেন্ট আয়োজন করা হবে।
গত ৩০ ডিসেম্বর এই উৎসব শুরু হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি এই উৎসব শেষ হবে
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ