রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘনের দায়ে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ ছিল, ইট তৈরির জন্য আশেপাশের কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে নেওয়া হয়েছে, যা পরিবেশ এবং কৃষি উত্পাদনে মারাত্মক প্রভাব ফেলছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এসএবি ব্রিকস দীর্ঘদিন ধরে আশেপাশের কৃষি জমি থেকে টপ সয়েল সংগ্রহ করে ইট তৈরি করে আসছিল। এর ফলে জমির উর্বরতা হ্রাস পেয়েছে এবং স্থানীয় কৃষকেরা ফসল উৎপাদনে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকায় এসএবি ইটভাটায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
তিনি বলেন, “কৃষি জমির উর্বর টপ সয়েল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেটে নেওয়া কৃষি উৎপাদন কমানোর পাশাপাশি পরিবেশের ওপরও প্রভাব ফেলে। সেজন্য এসএবি ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভাটার মালিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।”এ ছাড়াও গঙ্গাচড়া বাজারে অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় বিভিন্ন দোকানদারকে জরিমানা করা হয়।
এর মধ্যে মুকুল স্টোরকে ৬,০০০ টাকা, মামুন স্টোরকে ৪,০০০ টাকা, মোস্তফা স্টোরকে ৫,০০০ টাকা এবং চালের দোকানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।