গোপালগঞ্জে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার(০৯ জানুয়ারী) সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে জেলা শহরের পৌরপার্কে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।বিসিক শিল্প নগরীর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্খানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল, বিসিক গোপালগঞ্জ এর উপপরিচালক মোঃ হাবিবুল্লাহ রফিকুজ্জামান, গোপালগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী।
মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পাট, চামড়া ও খাদ্যজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের ৪০টি স্টল বসেছে। মেলা চলবে আগামী ১৮ জানুয়ারী পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলাস্থল খোলা থাকবে।মেলা চলাকালে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বক্তরা চাকরীর পিছেনে না ঘুরে তরুন সমাজকে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ