শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের বোয়ালখালীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলের ২য় দিন আজ পুলিশ হেফাজতে নির্যাতনের মামলা ওসি নাজিমের বিরুদ্ধে পুনঃতদন্তের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুর থানার আসামি হাতকড়া নিয়ে পলাতক গোপালগঞ্জে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা হিজলায় গাঁজা সহ পুলিশের হাতে আটক রাকিব গাজী সালথায় খোয়ার গ্রামে মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ফুটবল বিতরণ নওগাঁ জেলা বিএডিসি সার ও বীজ ডিলার কমিটি হিজলায় শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত ডে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত।  কৃষি জমির টপ সয়েল কেটে ইট তৈরি: দুই লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে মুকসুদপুর থানার আসামি হাতকড়া নিয়ে পলাতক

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
গোপালগঞ্জে মুকসুদপুর থানার আসামি হাতকড়া নিয়ে পলাতক
7.6kভিজিটর

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা থেকে হাতকড়া নিয়ে হৃদয় শেখ ২২ নামে এক হত্যা মামলার আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশকে বরখাস্ত করেছে জেলা পুলিশ।

গতকাল বুধবার ৮ জানুয়ারি সকালে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। আসামি হৃদয় শেখ উপজেলার কমলাপুর এলাকার আলমগীর শেখের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালে ফরিদপুর জেলার নগরকান্দি উপজেলার দামরদী গ্রামের শাহালম মাদবর এর ছেলে ভ্যান চালক আকাশ মাদবর (১৬) কে হত্যা করে তার লাশ গুম করে রাখা হয় । এ ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় হৃদয় শেখ সহ আরো বেশ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বাদীর লোকজনের সহযোগিতায় মুকসুদপুর থানা পুলিশ আসামী হৃদয় কে গ্রেফতার করতে সক্ষম হয়। হৃদয় কে ওই রাতে থানার রাখা হয়। পরদিন বুধবার জানা যায় হাতকড়া পরা অবস্থায় কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ মুকসুদপুর থানা থেকে পালিয়ে গেছে।

বিষয়টি প্রথম মুকসুদপুর থানা পুলিশ গোপন রাখলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এনিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। ঘটনা জানাজানি হওয়ার পর এসআই শামিম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত জেলা পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, আমরা এবিষয়ে কিছু বলতে পারবো না। আমরা লিখিত আকারে প্রেসরিলিজ দিয়েছি। সেখানে সব উল্লেখ করা আছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন,এ ঘটনায় মধ্যেই ব্যবস্থা নিয়েছি। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি যদি তাদের বিরুদ্ধে কোন ঘুষ গ্রহণ বা কাজে গাফিলতি পাই। তাহলে তাদের বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x