চট্টগ্রামে বোয়ালখালীর সারোয়াতলীর উত্তর কনজুরীতে দুই দিন ব্যাপী মিলাদমাহফিলে ২য়দিন আজ ৯ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান যুব সমাজ যদি রাসুলে পাক (দ.) এর আদর্শ অনুসরণ করে তাহলে দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। রহমাতুল্লিল আ’লামীন এর শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর উপলক্ষে ২০তম দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসে একথা বলেন বক্তারা।
গতকাল বুধবার(৮ জানুয়ারী) বোয়ালখালী সারোয়াতলী উত্তর কঞ্জুরী কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, চট্টগ্রাম আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রীছ আনসারী, মালেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ড. মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী, ৯নং আমুচিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা শাহী এমরান কাদেরী সহ আরো অনেকে।
এছাড়া সংগঠনটির উদ্যোগে বুধবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ইসলামিক কিতাবাদী বিতরণ করা হয়