বোয়ালখালীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি)।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলার সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডা. অধীর বড়ুয়া, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়ক আঁখি বড়ুয়া ও ছাত্র প্রতিনিধি মো. শাকিল।
ইউপির প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র সাহার পরিচালনায় প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিতে গ্রাম আদালত সক্রিয়করণে গুরুত্বারোপ করে কর্মশালায় বক্তারা বলেন, ‘ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় গ্রাম আদালত কার্যকরী ভূমিকা রাখতে পারে।