শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গোপালগঞ্জে মুকসুদপুর দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০! নওগাঁয় অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ  জনগণের হাতে ক্ষমতা, তারপরে সংস্কার: বিএনপি নেতা ফজলে হুদা বোয়ালখালীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলের ২য় দিন আজ পুলিশ হেফাজতে নির্যাতনের মামলা ওসি নাজিমের বিরুদ্ধে পুনঃতদন্তের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুর থানার আসামি হাতকড়া নিয়ে পলাতক গোপালগঞ্জে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা হিজলায় গাঁজা সহ পুলিশের হাতে আটক রাকিব গাজী

জনগণের হাতে ক্ষমতা, তারপরে সংস্কার: বিএনপি নেতা ফজলে হুদা

আব্দুর রশিদ তারেকনওগাঁ
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
800ভিজিটর


জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

শুক্রবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদ বাবুল বলেন, কেউ কেউ বলেন সংস্কার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। আপনারা নতুন গান গাইছেন কেন। জনগণের হাতে আগে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার। জনগণের ক্ষমতা হলো পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে মতামত দেওয়ার অধিকার। জনগণের নির্বাচিত প্রতিনিধি আসলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে।

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সাথে কোনো আপস করবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে যারা ছূড়ে ফেলতে চায়। তাদেরকে প্রতিহত করবে বিএনপি। বড়জোর সময়ের প্রয়োজনে সংবিধান সংস্কার করা যেতে পারে।

বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x