রিয়াদুন্নবী রিয়াদ নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতার জগতে এক অনুপ্রেরণার নাম মাজহারুল মান্নান। যমুনা টেলিভিশন ও দৈনিক নয়াদিগন্তের রংপুর ব্যুরো প্রধান এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই সাহসী সাংবাদিক সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে তার নিরলস প্রচেষ্টার জন্য বিশেষভাবে পরিচিত।
১১ জানুয়ারি রংপুর টাউন হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সমাবেশে মাজহারুল মান্নানের নেতৃত্বে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দল-মত নির্বিশেষে প্রায় ৮০০ সাংবাদিক একত্রিত হন, যা রংপুরের ইতিহাসে নজিরবিহীন। সমাবেশে তার দীপ্ত কণ্ঠে উঠে আসে সাংবাদিকদের অধিকার, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং ঐক্যের আহ্বান।
তার আবেগময় বক্তব্য উপস্থিত সকলকে উজ্জীবিত করে এবং সাংবাদিকদের মধ্যে এক নতুন চেতনার সঞ্চার করে।মাজহারুল মান্নানের প্রতি সাংবাদিকদের আস্থা এবং ভালোবাসা এ সমাবেশে বিশেষভাবে দৃশ্যমান হয়। মাত্র দুই-তিন দিনের আহ্বানে এত বিপুল সংখ্যক সাংবাদিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাসেরই প্রতিফলন।
মাজহারুল মান্নান বলেন, "সাংবাদিকদের মধ্যে বিভাজনের পথ দূর করতে হবে। একতাই আমাদের শক্তি। আমরা এক হয়ে আমাদের পেশাগত অধিকার রক্ষা করব এবং সত্যকে প্রতিষ্ঠা করব।"সাংবাদিকদের অধিকার আদায় এবং সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা সাংবাদিকতার পেশায় নতুন ইতিহাস রচনা করতে সক্ষম হবে বলে অনেকেই আশাবাদী।
সাংবাদিকতার জগতে মাজহারুল মান্নানের সাহসী ভূমিকা তাকে সাংবাদিক অধিকার আন্দোলনের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ