শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের বোয়ালখালীতে আগুনে পুড়ছে তিন ঘর গোপালগঞ্জে টুঙ্গিপাড়া শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ নওগাঁয় এফএনবির উদ্যোগে দুস্থদের  মাঝে কম্বল  বিতরণ বরিশালে স্ত্রীর পরকীয়ার কারনে স্বামীর থেকে তালাক প্রাপ্ত হওয়া স্ত্রীস্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের প্রতিক্ষার প্রহর শেষ বোয়ালখালী থামছে কক্সবাজারগামী ট্রেন চট্টগ্রামে সারোয়াতলীতে ২৫০ একর জমিতে বোরো আবাদে অনিহা কৃষকদের বিডিআর বিদ্রোহের হত্যাকান্ডের নেপথ্যে নায়কদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত আলফাডাঙ্গা নির্বাহী অফিসার’র বাসভবনের বিপরীত পাশে দিনের বেলায় চুরি গঙ্গাচড়ায় গৃহবধূকে এসিডে ঝলসে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার সাংবাদিক অধিকার আন্দোলনের অগ্রদূত: মাজহারুল মান্নান

প্রতিক্ষার প্রহর শেষ বোয়ালখালী থামছে কক্সবাজারগামী ট্রেন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
1.6kভিজিটর

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যুক্ত হলো নতুন দুটি ট্রেন। ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন এখন থেকে নিয়মিত চলাচল করবে। রেললাইন চালুর এক বছরের বেশি সময় পরে নতুন এ দুটি ট্রেন যুক্ত করেছে রেলওয়ে। নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে। ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু।

‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু। এ দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার। দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন। রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ট্রেন দুটির চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x