চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার ( ১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “স্বাধীনতা” তে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম এস এম মিজানুর রহমান, বোয়ালখালী উপজেলা আনসার অফিসার- সাইদুল হক, বোয়ালখালী ফায়ার সার্ভিস প্রতিনিধি ফিরোজ খান, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী থানার প্রতিনিধি (এসআই) নাদিম, বোয়ালখালী উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আঁখি বড়ুয়া, চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, হামিদুল হক মান্নান,শামশুল আলম, শফিউল আজম, হোসনেয়ারা বেগম,শিক্ষক প্রতিনিধি সরোয়ার কামাল আলকাদেরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: শাকিল, শাহাজাহান, জাহেদ হোসাইন,দিদারুল আলম, আরিফুল ইসলাম, আলী হায়দার, জিহাদ প্রমুখ।
সভায় বোয়ালখালী উপজেলায় মাদকের আগ্রাসন, শাকপুরা উপজেলা কানুগোপাড়ায় যানজট, বোয়ালখালী পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়ম, বোয়ালখালীর বিভিন্ন সড়কে যাত্রী হয়রানী, বেসরকারী স্বাস্থ্যসেবা, অবৈধ সিএনজি অটোরিকশা টেম্পুর, অবৈধ বালি ব্যবসা ও জনস্বাস্থ্যে ক্ষতি বিষয়ক আলোচনা হয় এবং এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ