জেলার কাশিয়ানি উপজেলা হাসপাতালে গত মঙ্গলবার দশজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। সরেজমিন হাসপাতালে গিয়ে তাদের পাওয়া যায়নি। দুপুর ১২.৪১ মিনিট পর্যন্ত তাদের হাজিরা খাতায় স্বাক্ষরও দেখা যায়নি।
যে দশজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন তারা হলেন ডা.অর্পিতা মল্লিক, ডা.পাপিয়া হেভেন,ডা.রীনা বিশ্বাস,ডা.কনিকা রায়,ডা. গোলাম মোস্তফা, ডা তানজিলা তাবাসসুম, ডা.সুব্রত নাগ,ডা. ইন্না আক্তার শ্রাবনী,ডা. মীর্জা মো: আসিফ আদনান এবং ডা. মো:সাইফুল আলমগীর।
এদের মধ্যে অর্পিতা মল্লিক বীনা ছুটিতে ৩ দিন এবং পাপিয়া হেভেন,তানজিলা তাবাসসুম, সুব্রত নাগ,ইন্না আক্তার শ্রাবনী ও কনিকা রায় ২ দিন করে অনুপস্থিত। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আরএমও ডা.আমিনুল ইসলাম বলেন, আমি হাসপাতালে আমার রুমে বসে দায়িত্ব পালন করছি। কোন চিকিৎসক কেনো অনুপস্থিত তা আমার জানা নেই।
অনুপস্থিতির কারণ জানতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে হবে। বিনা ছুটিতে হাসপাতালে অনুপস্থিত থাকা অনুচিত।
এব্যাপারে জানার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিকুল হাসানের সাথ যোগাযোগ হলেও তা সম্ভব হয়নি।